ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুর ঘটনায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল আধা বেলাতেই প্রত্যাহার করেছে দলটি। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
এ সময় তিনি বলেন, সরকারকে পুলিশের হামলায় নিহত ও আহতের পরিবারকে ক্ষতিপূরণ দিবে হবে। এছাড়াও সরকারের নির্দেশে পুলিশ গুলি না চালালেও সরকারের উচিত হবে তাদের শাস্তির আওতায় আনা।
তিনি আরো বলেন, বিএনপি লাশের রাজনীতি করে না। আওয়ামী লীগ শোকের মাসের শুরুতে ভোলায় দু’টি তাজা প্রাণ কেড়ে নিয়ে আগস্ট মাস শুরু করেছে।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস প্রেসিডেন্ট মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলেল সভাপতি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় যুবদলের সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরসহ প্রমূখ।
আরও পড়ুন: ওসমানী মেডিকেলের দুই ছাত্রকে কোপানোর অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বিএনপির সকাল-সন্ধ্যা ডাকা হরতাল প্রত্যাহারের ঘোষণার পর থেকেই শহরের দোকান-পাট পুরোপুরি খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা।
প্রসঙ্গত, লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ৩১ জুলাই বিক্ষোভ সমাবেশ করে ভোলা জেলা বিএনপি। সমাবেশ চলাকালে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হন। এ ঘটনায় বিএনপির আরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে নুরে আলমও ছিলেন। বুধবার (৩ আগস্ট) বিকেলে তিনি মারা যান।