'ফ্রি ফায়ার' খেলা নিয়ে তর্ক, স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করলো বন্ধুরা
শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় ফ্রি ফায়ার খেলাকে কেন্দ্র করে সিজান আকন (১৭) নামের এক স্কুলছাত্র ছুরিকাঘাতে হত্যা করা হয়। মঙ্গলবার (২ জুলাই) রাত ৯টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম লোংসিং মাদবর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হন আরও দুইজন।
নিহত সিজান আকন নড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম লোংসিং গ্রামের বিল্লাল আকনের ছেলে। সে নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। আহতরা একই গ্রামের আবুল ছৈয়ালের ছেলে মুন্না ছৈয়াল (১৯) ও আবদুর রব ব্যাপারীর ছেলে আসিফ ব্যাপারী (১৮)।
নিহতর পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নড়িয়া পৌরসভার পশ্চিম লোংসিং মাদবর বাজারে বন্ধুদের নিয়ে ফ্রি ফায়ার গেইম খেলছিল সিজান। এ সময় লাবিব ছৈয়াল (২৫) তার বন্ধু ইব্রাহিম জয় (২২), রাহিম হাওলাদার (২৪), নাহিম ছৈয়াল (২২) ও গেইম খেলছিলেন। তখন খেলা নিয়ে সিজান ও লাবিবের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সিজানকে বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে লাবিব।
আরও পড়ুন: বিদ্যালয়ের মাঠে কুপিয়ে হত্যা করা হলো ছাত্রকে।
এ সময় তাকে উদ্ধার করতে এলে আহত হন সিজানের বন্ধু মুন্না ছৈয়াল ও আসিফ ব্যাপারী। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে সিজানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক । আহত মুন্না ও আসিফ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় রাতেই ইব্রাহিম জয় ও রাহিম হাওলাদারকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ।
নড়িয়া থানার ওসি মাহবুব আলম জানান, ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।