ট্রেনের ধাক্কায় ১১ জনের মৃত্যু, সেই কোচিং সেন্টারটি এখন তালাবদ্ধ

আর অ্যান্ড জে প্রাইভেট কেয়ার
আর অ্যান্ড জে প্রাইভেট কেয়ার  © সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের যে ১১ আরোহী নিহত হন, তাদের মধ্যে আর অ্যান্ড জে প্রাইভেট কেয়ারের শিক্ষক ও ছাত্র ১০ জন। এ দুর্ঘটনার পর হাটহাজারীর থানার যুগিরহাট কলেজ রোড শেখ মার্কেটের সেই কোচিং সেন্টারটি এখন তালাবদ্ধ।

শনিবার (৩০ জুলাই) বিকেলে মার্কেটের প্রবেশ গেট খোলা থাকতে দেখা গেলেও আর অ্যান্ড জে প্রাইভেট কেয়ারের প্রবেশ পথ তালাবদ্ধ দেখা গেছে।  

কোচিং সেন্টারের উদ্যোক্তা ছিলেন রিদুয়ান, সজীব, রাকিব ও জিসান। তারা সবাই মারা গেছেন। ফুটবল খেলা থাকায় ঘুরতে যাননি কোচিং সেন্টারের এক শিক্ষক রিসাত। ভাগ্যক্রমে দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন তিনি।

কোচিং সেন্টারের পাশে রেশমী লেডিস অ্যান্ড জেন্টস টেইলার্স এর মালিক পিন্টু বলেন, কোচিং এর যেসব শিক্ষক ও ছাত্র মারা গেছে, তাদের তুলনা হয় না। সবসময় ভালো আচরণ করতেন। ৬০-৭০ জনের মতো ছাত্র-ছাত্রী সকাল-বিকেল কোচিংয়ে আসতো। এখন কোচিং সেন্টারটি তালাবদ্ধ।  

কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা জিয়াবুল হক সজিবের ভাই তৌসিফ বলেন, আর অ্যান্ড জে প্রাইভেট কেয়ার এর গেটের তালা প্রতিদিন খুলে দিতে যেতে হতো। আজ আমার ভাই নেই, সকালে তালা খুলে দিতে যাইনি।  


সর্বশেষ সংবাদ