২৭ জুলাই ২০২২, ২০:১০

খোলা জায়গায় মলত্যাগের হার কোন বিভাগে কত

খোলা স্থানে টয়লেট   © সংগৃহীত

গত দুই দশকে বাংলাদেশে খোলা জায়গায় মলত্যাগের হার কমেছে। বুধবার (২৭ জুলাই) প্রকাশিত জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রতিবেদনে দেখা গেছে, সারাদেশের ১ দশমিক ২৩ শতাংশ মানুষ খোলা জায়গায় মলত্যাগ করেন। তবে দেশের আট বিভাগের হিসাবে রংপুর বিভাগে খোলা জায়গায় মলত্যাগের হার সবচেয়ে বেশি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগে খোলা জায়গায় মলত্যাগের হার সবচেয়ে কম। এই হার শূন্য দশমিক ২৮ শতাংশ। সবচেয়ে বেশি রংপুরে ৪ দশমিক ৩১ শতাংশ। এরপরেই রয়েছে সিলেট বিভাগ। এই বিভাগে খোলা জায়গায় মলত্যাগের হার ২ দশমিক ৬৫।

অন্য বিভাগগুলোর মধ্যে বরিশালে শূন্য দশমিক ৩০, খুলনায় শূন্য দশমিক ৩৪, চট্টগ্রামে শূন্য দশমিক ৯০, ময়মনসিংহে ১ দশমিক ৫৫ ও রাজশাহীতে ১ দশমিক ৫৬ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়, জাতীয় পর্যায়ে ৫৬ দশমিক ০৪ শতাংশ বাথরুমে ফ্ল্যাশ করে বা পানি ঢেলে নিরাপদ টয়লেট সুবিধা রয়েছে। ২১ দশমিক ৭২ শতাংশ বাথরুমে স্ল্যাবসহ পিট ল্যাট্রিন বা ভেন্টিলেটেড ইমপ্রুভড ল্যাট্রিন-কম্পোস্টিং সুবিধা রয়েছে এবং ১ দশমিক ২৩ শতাংশ বাথরুমে টয়লেট সুবিধা নেই।

বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, দেশে বর্তমানে মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। আট কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন পুরুষ, আট কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন নারী এবং ১২ হাজার ৬২৯ জন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী। সেই হিসেবে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। এছাড়া গত এক দশকে দেশের জনসংখ্যা ২ কোটি ১১ লাখ ১৪ হাজার ৯১৯ জন বেড়েছে।