পুরুষ সবচেয়ে কম ব্রাহ্মণবাড়িয়ায়
স্বাধীনতার পর থেকে বাংলাদেশে নারীর বিপরীতে ক্রমেই কমছে পুরুষের সংখ্যা। কমতে কমতে জাতীয় পর্যায়ে ১০০ নারীর বিপরীতে এখন পুরুষের সংখ্যা ৯৮ এসে দাঁড়িয়েছে। তবে জেলার হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায় এই সংখ্যা আরও কম। ব্রাহ্মণবাড়িয়ায় ৮৬ দশমিক ৯৯ শতাংশে ঠেকেছে পুরুষের সংখ্যা। আর ১০০ নারীর বিপরীতে সবচেয়ে বেশি ১১৫ জন পুরুষ আছেন ঢাকা জেলায়।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদনে এসব তথ্য এসেছে।
প্রতিবেদনে দেখা যাচ্ছে, জাতীয় পর্যায়ে ১০০ নারীর বিপরীতে পুরুষের সংখ্যা ৯৮। ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ নারীর বিপরীতে পুরুষের সংখ্যা ৮৬ দশমিক ৯৯, চাঁদপুরে ৮৭ দশমিক ৪১ এবং কুমিল্লায় ৮৭ দশমিক ৫৬ শতাংশ।
সংখ্যার হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায় পুরুষের সংখ্যা ১৫ লাখ ৩৭ হাজার ৭৪৩, নারীর সংখ্যা ১৭ লাখ ৬৭ হাজার ৭৬৬। চাঁদপুরে পুরুষের সংখ্যা ১২ লাখ ২৮ হাজার ৭৭৪, সেখানে নারী ১৪ লাখ ৫ হাজার ৬৮২ জন। কুমিল্লায় পুরুষের সংখ্যা ২৮ লাখ ৯৮ হাজার ৫৮৩, নারী ৩৩ লাখ ১০ হাজার ৪১৬।
বিবিএসের তথ্যানুযায়ী, স্বাধীনতার পর ১৯৭৪ সালে প্রথম শুমারিতে ১০০ জন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা ছিল ১০৮ জন, ১৯৮১ থেকে ২০০১ পর্যন্ত শুমারিতে ১০০ নারীর বিপরীতে পুরুষের সংখ্যা কমে দাঁড়ায় ১০৬-এ।
২০১১ সালের শুমারিতেও নারীর চেয়ে বেশি ছিল পুরুষের সংখ্যা। সে সময় ১০০ নারীর বিপরীতে পুরুষের অনুপাত ছিল ১০০ দশমিক ৩। তবে সর্বশেষ গণনায় পুরুষের অনুপাত নেমে এসেছে ১০০-র নিচে।
ঢাকা বিভাগে ২ কোটি ১৭ লাখ ২১ হাজার ৫৫৬ নারীর বিপরীতে পুরুষের সংখ্যা ২ কোটি ২৪ লাখ ৫৯ হাজার ৮২২ জন।
শুমারি অনুযায়ী, সারা দেশের মধ্যে ঢাকা বিভাগের জনসংখ্যা সবচেয়ে বেশি। এ বিভাগে মোট জনসংখ্যা ৪ কোটি ৪২ লাখ ১৫ হাজার ১০৭ জন।
সবচেয়ে কম জনসংখ্যা বরিশাল বিভাগে। সেখানে ৯১ লাখ ১০২ জনের মধ্যে অনেক এগিয়ে আছেন নারীরা। বরিশাল বিভাগে পুরুষের সংখ্যা ৪৪ লাখ ৩৬ হাজার ৭৫০। এ বিভাগে পুরুষের তুলনায় নারীর সংখ্যা দুই লাখের বেশি। সেখানে নারী আছেন ৪৬ লাখ ৫৮ হাজার ৪২১ জন।
বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন। নারী ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন। ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর মানুষ রয়েছেন ১২ হাজার ৬২৯ জন।