স্কুল বন্ধ রেখে আ.লীগের সম্মেলন, প্রধান অতিথি শিক্ষামন্ত্রী
রাজধানীর দক্ষিণখানে একাধিক স্কুলের মাঠে প্যান্ডেল করে থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মন্ত্রীর উপস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে এমন আয়োজন ভালোভাবে নেননি অভিভাবকরা।
সোমবার (২৫ জুলাই) দক্ষিণখান থানাসহ ঢাকা উত্তর সিটির আওতাধীন ৪৭, ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড থানা আওয়ামী লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দক্ষিণখানের চেয়ারম্যানবাড়ী এলাকায় এস এম মোজাম্মেল হক শিক্ষা কমপ্লেক্সের ভেতরে পাশাপাশি পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিরও যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি সন্ধ্যা ছয়টার দিকে অনুষ্ঠানস্থলে আসেন। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সম্মেলন আয়োজন ও তাতে অংশ নেওয়ার বিষয়ে বক্তব্য জানতে গতকাল রাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি ফোন ধরেননি।
আরও পড়ুন: ভর্তিচ্ছুদের বাস আটকিয়ে চাঁদা আদায় করল রাবি ছাত্রলীগ
এ সম্মেলনের জন্য অবশ্য ‘বিশেষ কারণে’ সোমবার স্কুল বন্ধ থাকার ঘোষণা অবশ্য আগেই দেওয়া হয়েছিল। শিক্ষার্থীরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার শিক্ষকেরা ছুটির (সোমবার) কথা জানিয়েছিলেন। শিক্ষকেরা মুখে না বললেও স্থানীয় আওয়ামী লীগের অনুষ্ঠানের কারণে স্কুল ছুটি দেওয়ার বিষয়টি সবাই জানতেন।
দক্ষিণখান থানা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি পদপ্রত্যাশী এক নেতা বলেন, সম্মেলন হওয়ার কথা ছিল ২৯ জুলাই, শুক্রবার। কিন্তু তারিখ এগিয়ে এনে ২৫ জুলাই নির্ধারণ করা হয়। এ সিদ্ধান্ত মহানগর আওয়ামী লীগের নেতারা নিয়ে থাকেন। থানার নেতাদের এ বিষয়ে কিছুই করার নেই।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সম্মেলন আয়োজন করা নিয়ে স্থানীয় সংসদ সদস্য (ঢাকা-১৮ আসন) হাবিব হাসান গণমাধ্যমকে বলেন, এ সম্মেলনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টি তার জানা নেই।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান (এম পি), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি (টিম লিডার) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন বেপারী প্রমুখ।