২৬ জুলাই ২০২২, ১২:১০

যাত্রী না পাওয়ায় বরিশালের বিলাসবহুল লঞ্চ চলাচল বন্ধ

গ্রিন লাইনের ঢাকা-বরিশাল ভায়া হিজলা নৌরুটে জাহাজের সার্ভিস বন্ধ থাকবে  © ফাইল ফটো

ঢাকা–বরিশাল নৌরুটে চলাচলকারী এমভি গ্রিন লাইনের চলাচল আপাতত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) ঢাকা থেকে লঞ্চটির চলাচল বন্ধ রাখা হয়েছে। সোমবার রাতে গ্রিন লাইনের ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। কর্মকর্তারা বলছেন, পদ্মা সেতু চালুর কারণে পর যাত্রী কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ফেসবুকে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্রিন লাইনের ঢাকা-বরিশাল ভায়া হিজলা নৌরুটে জাহাজের সার্ভিস বন্ধ থাকবে। তবে ঢাকা–কালীগঞ্জ–ইলিশা রুটে গ্রিন লাইন-২ চলাচল করবে।

২০১৫ সালের ৮ সেপ্টেম্বর চালু হয়েছিল গ্রিন লাইনের যাত্রীসেবা। মাত্র পাঁচ ঘণ্টায় বরিশাল থেকে ঢাকা পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিয়ে সেবাটি চালু করে তারা। পদ্মা সেতু উদ্বোধনের আগেই আলোচনা ছিল নৌপথে যাত্রীর কমবে। এ নিয়ে লঞ্চমালিকেরাও উদ্বেগে ছিলেন। গ্রিন লাইনের সেবা স্থগিতের মাধ্যমে সে আশঙ্কা সামনে এল।

আরো পড়ুন: রেলওয়ের সঙ্গে কাজের সুযোগ পাচ্ছেন মহিউদ্দিন রনি

গ্রিন লাইনের বরিশাল কাউন্টারের হিসাবরক্ষক আল আমিন বলেন, সার্ভিসটি আপাতত বন্ধ থাকবে। তবে স্থায়ীভাবে বন্ধ করার কোনো ঘোষণা দেওয়া হয়নি। পদ্মা সেতু চালু হওয়ায় যাত্রী কমে গেছে। এ কারণেই সার্ভিসটি স্থগিত করা হয়েছে। অবস্থা বুঝে পুনরায় চালু হতে পারে বলে জানান তিনি।

গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর নৌপথে যাত্রীসংকট দেখা দেয়। কয়েক দিনে অন্তত ৫০০ নতুন বাস সড়কপথে যাত্রী পরিবহনে যুক্ত হয়েছে।