২ লাখ জরিমানা দিচ্ছে সহজ, রনি কত পাবেন?
রেলের অব্যবস্থাপনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী রনির অভিযোগের প্রমাণ পাওয়ায় সহজডটকমকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২০ জুলাই) দুপুরে এই জরিমানা করেন ভোক্তা অধিকার অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে কোনো পণ্য বা সেবা নিয়ে কেউ প্রতারিত হলে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করতে পারেন। পরে তদন্ত বা শুনানি শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জরিমানা করা হয়। আইন অনুযায়ী জরিমানার টাকার ২৫ শতাংশ পান অভিযোগকারী। রনির অভিযোগ প্রমাণিত হওয়ায় সহজডটকমকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই হিসেবে ২ লাখ টাকার ২৫ শতাংশ ৫০ হাজার টাকা পাবেন রনি।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আইন অনুযায়ী জরিমানা অর্থের ২৫ শতাংশ অভিযোগকারী পাবেন। সেই হিসেবে মহিউদ্দিন রনি ২ লাখার টাকার ২৫ শতাংশ (৫০ হাজার) টাকা পাবেন। জরিমানা পরিশোধের জন্য ৫ দিন সময় দেয়া হয়। অধিদপ্তর জরিমানার টাকা বুঝে পেলে রনি জরিমানার ২৫ শতাংশ পাবেন।
আরও পড়ুন: অনন্ত জলিলের পরিবেশিত খাবার এট লিস্ট অখাদ্য নয়!
এর আগে, রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে কমলাপুর রেলস্টেশনে অবস্থান নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনির অবস্থানের কারণ জানতে চেয়েছেন হাইকোর্ট। বুধবার (২০ জুলাই) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ রাষ্ট্রপক্ষের আইনজীবীকে রনির বিষয়ে তথ্য জানানোর জন্য বলেন আদালত।
সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সংশ্লিষ্ট বেঞ্চ বসার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিকের কাছে রনির অবস্থানের কারণ জানতে চান আদালত। তখন মানিক বলেন, আমরাও পত্রিকা ও বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, রেলপথে টিকিটবাণিজ্য ও অনিয়ম নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন ওই ঢাবি শিক্ষার্থী।
তখন আদালত বলেন, ঘটনা কী, খোঁজ নেন। কমলাপুর রেলস্টেশনে একজন ছেলে দিনের পর দিন অবস্থান করছেন, পত্র-পত্রিকা, ফেসবুক, ইউটিউব সবখানে বিষয়টি ভাইরাল এবং আলোচনা হচ্ছে। খোঁজ নিয়ে দেখুন সমস্যা সমাধান করা যায় কি না।
গত ৭ জুলাই থেকে রেলওয়ের অব্যবস্থাপনা-যাত্রী হয়রানির প্রতিবাদে ৬ দফা দাবিতে হাতে শিকল বাঁধা অবস্থায় কমলাপুর রেলস্টেশনে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। শুরুতে একা আন্দোলন করলেও পরে তার বন্ধু, সহপাঠীসহ বেশ কয়েকজন শিক্ষার্থীও অবস্থান নেন। কদিন ধরে সেখানে তারা গান, কবিতা, পথনাটকের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছেন।