২০ জুলাই ২০২২, ১২:০৪

ভর্তিচ্ছুদের অবরোধ, ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ

  © সংগৃহীত

টিকিট কালোবাজারির অভিযোগে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ট্রেন আটকে যাত্রীরা বিক্ষোভ করায় ঢাকা থেকে সারাদেশে রেল চলাচল বন্ধ হয়ে গেছে। আজ বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিকে আটকে রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীসহ অন্যান্য যাত্রীরা। এ কারণে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নারায়ণগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) খায়রুল কবির বলেন, শিক্ষার্থীসহ যাত্রীরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন। ফলে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি এখনো আটকে আছে। এ কারণে নারায়ণগঞ্জ ব্যতীত ঢাকা থেকে সারাদেশ কোনো ট্রেন যেতে পারছে না। তবে সারাদেশ থেকে ঢাকায় ট্রেন আসতে পারছে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বলেন, আজ সকাল থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রীরা বিক্ষোভ করছেন। এতে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। এ বিষয়ে খোঁজখবর নিতে আমাদের একটি টিম ঘটনাস্থলে রওনা দিয়েছে।

তিনি আরও বলেন, শুনেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীরা টিকিটের জন্য বিমানবন্দর স্টেশনে গিয়েছিলেন। তাদের অভিযোগ, স্টেশনে যাত্রী বেশি, টিকিট নেই। যাত্রীদের কাছ থেকে টিকিট কালোবাজারির যে অভিযোগ এসেছে, সেই অভিযোগ আমরা ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখব।

রাবি ভর্তিচ্ছু শিক্ষার্থী সিরাজুল ইসলাম জানান, ২০২১-২২ ভর্তিচ্ছুরা তাদের আগামী ২৫ তারিখ অর্থাৎ বিজ্ঞান শাখার যারা আছেন তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৫ জুলাই পরীক্ষা, তারা ২৪ জুলাইয়ের টিকিট অনলাইনে ক্রয় করতে চেয়েছিল। কিন্তু মাত্র ৪ মিনিটে সব টিকিট নাকি শেষ হয়ে গেছে। শিক্ষার্থীরা এটা দেখে খুবই হতবাক! 

তিনি আরও জানান, শিক্ষার্থীরা মাত্র চারটি টিকিট ক্রয় করতে পারছে। বাকিগুলো উধাও। টিকিট নিশ্চিত না হওয়ায় আমরা নিশ্চিত না ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবো কিনা। তাই আমরা অবস্থান নিয়েছি। আমাদের দাবি একমাত্র দাবি টিকিট নিশ্চিত করা। টিকিট নিশ্চিত না হলে শিক্ষার্থীদের জন্য নতুন করে একটি ট্রেন চালু করতে হবে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে কোনো শিক্ষার্থী নড়বে না।