১৬ জুলাই ২০২২, ১৩:০৬

ঢাকায় স্কুলছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে ছিলেন টাঙ্গাইলের স্কুলে

ধর্ষণ  © প্রতীকী ছবি
 
আরও পড়ুন: মেঘালয়ে ঘুরতে গিয়ে বুয়েট ছাত্রীর মৃত্যু

দোকানের সঙ্গে ছিল তাদের (ভুক্তভোগীর) বাসা। রুবেল প্রতিদিনই সেই বাসায় যেতেন। ১২ জুলাই বকেয়া টাকা আদায়ে বাইরে যান ভুক্তভোগীর বাবা। কিন্তু বাবা বাইরে যাওয়ায় সেদিন দোকানে বসেছিলেন ভুক্তভোগীর মা ও বোন। আর এই সুযোগে টিভি দেখবে বলে বাসায় যান রুবেল। বাসায় স্কুলছাত্রীকে একা পেয়ে তাকে ধর্ষণ করেন।