বিদ্যুৎ সাশ্রয়ে অফিস সূচি ৯টা-৩টা করার পরামর্শ
দেশে চলমান বিদ্যুৎ সংকট নিরসনে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার। তবে চলমান সংকট আগামী সেপ্টেম্বর থেকে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
বিদ্যুৎ সংকট নিরসনে বিভিন্ন অফিস-প্রতিষ্ঠানে আলোকসজ্জা না করা, এয়ারকন্ডিশনের টেম্পারেচার ২৫ ডিগ্রি’র নিচে রাখা, বিয়ের অনুষ্ঠান সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যেই শেষ করাসহ বেশ কিছু কার্যকরী পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া অফিস সূচিতে পরিবর্তনের সুপারিশও করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।
তিনি জানান, করোনার সময়ে জীবন অন্যভাবে ছিল। অফিস সূচি সংশোধন করে ৯টা থেকে ৩টা করা বা ঘরে বসেই কাজ করা যায় কিনা, এটা সরকারের উচ্চপর্যায় চিন্তা করতে পারে। এতেও বিদ্যুৎ সাশ্রয় হবে।
তৌফিক-ই-এলাহী আরও জানান, উৎপাদন ক্ষমতা আমাদের রয়েছে। দাম না বাড়লে আমরা দিতে পারতাম। প্রধানমন্ত্রী দামের বিষয়ে সহনশীল হয়েছেন। সাবসিডি দেয়া হচ্ছে। এটা আমরা রিভাইব করছি।