মা-মেয়ের খুনসুটি, উচ্ছ্বসিত নেট দুনিয়া

  © সংগৃহীত

বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (২৫ জুন) দুপুরে তিনি এ সেতুর উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও উপস্থিত ছিলেন। পদ্মা সেতুর উদ্বোধনের স্মৃতিকে ধরে রাখতে ক্যামেরা হাতে ছবি তুলতে দেখা যায় পুতুলকে।

এক পর্যায়ে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মোবাইল ফোনে সেলফিও তোলেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। দুপুর ১২টা ০৮ মিনিটের দিকে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন শেষে মা-মেয়ে স্মৃতিময় সময়টিকে ফ্রেমে আবদ্ধ করেন।

এ সময় মা-মেয়েকে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। ভিডিও কলে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রীকে কিছুটা আবেগাপ্লুত হতে দেখা গেছে। এ সময় মেয়ে পুতুল তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

উদ্বোধনস্থলে পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনি থাকলেও এ সময় সবার থেকে মেয়েকে নিয়ে কিছুটা দূরে সরে যান প্রধানমন্ত্রী। মেয়ের সঙ্গে ছবি তুলেন। এরপর সায়মা ওয়াজেদ পুতুল প্রধানমন্ত্রীকে একাধিক ছবি তুলে দেন। এক পর্যায়ে পাশে থাকা নিরাপত্তারক্ষীকেও ফোনে তোলা ছবি দেখান প্রধানমন্ত্রী।

ফেসবুকে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, বাতাসের জন্য ছবি তুলতে সমস্যা হচ্ছিল পুতুলের। পাশে দাঁড়ানো তার মা নিজের মাথা থেকে ক্লিপটা খুলে মেয়েকে দিয়ে চুলটা বেঁধে নিতে বললেন। পুতুলও ক্লিপটা পরলেন, মাস্কের উপর দিয়েই দাঁতে কামড়ে ধরে।

ভিডিওটি শেয়ার করে রাতিন রহমান নামে একজন লিখেন, হতেই পারে মা দেশের প্রধানমন্ত্রী, কিন্তু চলাফেরা কথাবার্তা কিংবা আচরণে তিনি আমাদের খুব চেনাজানা একজন, মা কিংবা বড় বোনের মত পরিচিত, আপনজন! ঠিক একইরকম সাধারণ তার সন্তানেরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস লিখেন, তোমার ছায়ায় ছায়ায় থাকি মা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও ভিডিওটি শেয়ার দিয়েছেন। 

আজ বেলা ১১টা ৫৮ মিনিটে ফলক উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলক উন্মোচনের আগে মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি। মোনাজাত পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এর আগে সড়ক পথে বেলা ১১টা ৪৯ মিনিটে টোল প্লাজায় টোল দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর আত্মমর্যাদার প্রতীক পদ্মা সেতুর ফলক চত্বরের দিকে এগিয়ে যায়। ফলক উন্মোচনের পর গাড়ি যোগে সেতু অতিক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর মাঝপথে নেমে সেতুতে দাঁড়িয়ে বিমান বাহিনীর মহড়া দেখেন। 

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক সেতু সচিব মোশাররাফ হোসেন ভূঁইয়া প্রমুখ।

এরপর আবার গাড়িতে ওঠেন প্রধানমন্ত্রী। সেতু অতিক্রমের পর জাজিরা প্রান্তে আরেকটি ফলক উন্মোচন করেন তিনি। এরপর শিবচরে আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে যান প্রধানমন্ত্রী। মাওয়া প্রান্তে ফলক উন্মোচনের আগে সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।


সর্বশেষ সংবাদ