২৫ জুন ২০২২, ১৪:১৫

আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি

মেহের আফরোজ শাওন  © সংগৃহীত

অভিনেত্রী মেহের আফরোজ শাওন বলেছেন, ‘আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু পদ্মা সেতুর উদ্বোধন আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, অসাধারণ অনুভূতি। আমরা যে জাতিগতভাবে হার না মেনে নেয়া জাতি, আমরা চাইলে যে অধিকার আদায় করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর বদৌলতে আমরা তা আবার প্রমাণ পেলাম।’

শনিবার মাওয়া পয়েন্টে সেতু উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। এদিন ১০টা ৫০ মিনিটে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, দেশের কোটি কোটি মানুষের সঙ্গে আমিও আজ আনন্দিত, গর্বিত ও উদ্বেলিত। অনেক বাধা-বিপত্তি উপেক্ষা করে আর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে প্রমত্ত পদ্মার বুকে আজ বহু কাঙ্ক্ষিত সেতু দাঁড়িয়ে গেছে। এ সেতু শুধু ইট-সিমেন্ট-স্টিল-লোহা বা কংক্রিটের একটি অবকাঠামো নয়, এ সেতু আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের সক্ষমতা আর মর্যাদার প্রতীক। এ সেতু বাংলাদেশের জনগণের। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ, আমাদের সৃজনশীলতা, আমাদের সাহসিকতা, সহনশীলতা আর জেদ।