বন্যাদুর্গত মানুষের পাশে মোস্তফা আযহারী
- আফরিন সুলতানা
- প্রকাশ: ২৪ জুন ২০২২, ০৫:০৬ PM , আপডেট: ২৪ জুন ২০২২, ০৭:০৮ PM
২১ লাখ টাকা অনুদান পেয়ে ১৬ লাখ ৫০ হাজার টাকা খরচ করে সিলেটে বানভাসি পরিবারের মাঝে খাবার পৌঁছে দিয়েছে মোস্তফা আযহারী। বন্যায় বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন তিনি। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ২০ ঘণ্টায় লাখ টাকা অনুদান পান তিনি।
ফেসবুকে লাইভে তিনি বলেন, আপনাদের সাহায্যের ১৫ লাখ টাকা জমা হওয়ার পর আমরা অনুরোধ করেছিলাম আর টাকা না পাঠাতে। তারপরও আরো ৬ লাখ টাকা জমা হয়েছে। আজ পর্যন্ত খরচ হয়েছে ১৬ লাখ ৫০ হাজার টাকা (পরিবহন খরচ সহ)। উদ্ধৃত্ত আছে- ৪ লাখ ৫০ হাজার টাকা। আজ বিকালে ভিডিও বার্তার মাধ্যমে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ্।
তিনি আরও বলেন, ত্রাণের জন্য হাহাকার যেন কমছেই না, একই জায়গায় প্রয়োজনের অর্ধেক মানুষকে দিয়ে বাকিদের নিরাশ করে ফিরে আসার কষ্ট মেনে নেওয়ার অনুভূতি বুঝাতে পারব না। রাত-দিন কাজ করে ১৬০০ পরিবারকে ত্রাণ পৌঁছে দিতে পেরেছি।
আরও পড়ুন: তাশরিফকে এবার পুলিশের হুমকি!
মোস্তফা আযহারীর ত্রাণ পেয়েছে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৪৩০ পরিবার, তাহেরপুর উপজেলার ২০০, ছাতক উপজেলার ৩০০, সুরমা ইউনিয়নের ২৭০ এবং সিলেটের কোম্পানিগঞ্জের ৪০০ পরিবার।
অনুদানের প্রতি প্যাকেটে পন্য সামগ্রী
চাল: পাঁচ কেজি, আলু: তিন কেজি, পেয়াজ: এক কেজি, ডাল: এক কেজি, চিনি: এক কেজি, লবন: এক কেজি, চিড়া: দেড় কেজি, মুড়ি: আধা কেজি, চানাচুর: আধা কেজি, সুজি: আধা কেজি, বিস্কুট: আধা কেজি, সয়াবিন তেল: এক লিটার, মোমবাতি: পাঁচ পিছ, লাইটার: একটি, ওরসেলাইন: পাঁচ পিছ, নাপা টেবলেট: এক পাতা , সাবান: একটি।