আত্মহত্যার প্ররোচনা, তরুণীর ৫ বছরের কারাদণ্ড
আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে এক তরুণীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুন) বিকেলে নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ওই তরুণীর নাম নাহিদা (১৯)। সে ফতুল্লা থানার কোতালেরবাগ এলাকার নজরুল ইসলামের মেয়ে।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজজামান।
মামলা সূত্রে জানা যায়, নানা ভয়ভীতি দেখিয়ে উজ্জ্বল নামের এক যুবককে বিয়ে করেন নাহিদা। বিয়ের পর থেকে তিনিসহ তার পরিবারের সদস্যরা উজ্জ্বলকে হয়রানি এবং শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এতে হতাশায় ভুগছিলেন উজ্জ্বল। ২০১৫ সালের ১৪ জুলাই উজ্জ্বলকে নিয়ে তার বাসায় যান নাহিদা। এর একঘণ্টা পর ফোন করে পরিবারকে জানান উজ্জ্বল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই ও বোন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি আত্মহত্যা প্ররোচনা মামলা করেন।