২১ জুন ২০২২, ১৭:৫৭

বন্যার্তদের পাশে ২০ লাখ টাকা নিয়ে ফ্রি মোশনের ফিরোজ

ফিরোজ হাসান  © সংগৃহীত

সিলেটর বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ফ্রী-মোশনের ফিরোজ হাসান। মঙ্গলবার (২১ জুন) ২০ লাখ টাকার ত্রাণ, জরুরি ওষুধ ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে  সকালে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি।

ফ্রী-মোশন তার ফেসবুক পেইজে জানান, ‘‘সিলেট, কুড়িগ্রাম, সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় বর্তমানে বন্যা পরিস্থিতি পূর্ববর্তী বন্যার চেয়েও অনেক ভয়াবহ। কিছুদিন আগে যে বন্যা হয়েছিলো, তার রেস কাটতে না কাটতে আবারও এরকম ভয়াবহ বন্যা থেকে একমাত্র আল্লাহ্‌-ই আমাদের উদ্ধার করতে পারেন। যদিও এমন অবস্থায় রাষ্ট্রের ভূমিকাই সবচেয়ে বেশি গুরুত্ত্বপূর্ন। তবে রাষ্ট্রীয় বাহিনীর পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদেরও সামর্থ্যানুযায়ী এগিয়ে আসতে হবে

আরও পড়ুন: দেশে দুজনের শরীরে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত

ইনশাআল্লাহ্ , আমি ব্যাক্তিগত ভাবে আমার সামর্থ্যানুযায়ী কিছু করার চেষ্টা করতেছি‌। পরম করুনাময় মহান আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ যেন আমাদের এই দূর্যোগ পরিস্থিতি থেকে রক্ষা করেন আমিন ।’’

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব ব্যবহারকারীদের কাছে খুবই পরিচিত ফ্রি মোশনের ফিরোজ হাসান। ভ্রমণে সুবিধাবঞ্চিত মানুষের ভিডিও কন্টেন্ট তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মানুষের বিবেগকে জাগ্রত করাই তার উদ্দেশ্য। মানবিক সহায়তা করার জন্যই ফ্রী-মোশন নামকে বেছে নিয়েছেন তিনি।