এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়ায় হাকালুকি হাওরে নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার ছয় ঘণ্টা পর তানিম সিদ্দিকী (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার ভাটেরা এলাকায় হাকালুকি হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে সোমবার বিকেল ৪টার দিকে ভাটেরার শাহমীর এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ হন তানিম।
তানিম বরমচাল ইউনিয়নের ইটাখলা গ্রামের তাজুল মিয়ার ছেলে। এ বছর ভাটেরা স্কুল অ্যান্ড কলেজ থেকে তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
বিষয়টি নিশ্চিত করে ভাটেরা ইউপির চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম জানান, সোমবার দুপুরে কয়েকজন বন্ধুকে নিয়ে তানিম নৌকায় করে হরিপুর থেকে শাহমীর এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে যান। সেখানে খাওয়াদাওয়া শেষে বিকেল ৪টার দিকে ফেরার পথে নৌকাটি হঠাৎ ডুবে যায়। এ সময় তার বন্ধুরা সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও তানিম ডুবে যান। বিকেল থেকে স্থানীয়ভাবে উদ্ধারকাজ চালিয়ে রাত ১০টার দিকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী।