শিক্ষায় জিডিপির ছয় শতাংশ বরাদ্দ চান শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষায় বিনিয়োগ মোট জিডিপির ছয় ভাগে যেতে হবে। বড় বড় প্রকল্প শেষ হলে শিক্ষাই হবে সবচেয়ে মেগা প্রকল্প।’ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞানমেলার উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘জিডিপির ছয় ভাগে যেতে হবে শিক্ষায় বিনিয়োগ। এখন তিন ভাগে আছি। ২০০৬ সালে দেশের যে বাজেট ছিল এখন তার চেয়ে অনেক বেশি। শিক্ষায় অনেক বিনিয়োগ করছি আমরা। বিনিয়োগ করতে হবে আরো অনেক।’
তিনি বলেন, আমি বিশ্বাস করি, বড় বড় মেগা প্রকল্প হচ্ছে, যেগুলো দেশের এগিয়ে যাওয়ার জন্য দরকার। তেমনি পরবর্তী সময়ে বেশি প্রয়োজন শিক্ষা। সেটিই হবে মেগা প্রকল্প।’
আরো পড়ুন: আবারও দাম বাড়ছে গ্যাস, বিদ্যুৎ, সারের
নতুন জাতীয় শিক্ষাক্রম নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা ‘গাইড’ হবেন। কিভাবে আনন্দের সাথে পড়া, শেখা, বোঝা যায় এবং শিক্ষাকে সবার জন্য সহজ ও আনন্দময় করতে পরিবর্তন প্রয়োজন। শিক্ষকের জায়গাতেও পরিবর্তন আসছে। আর এই পরিবর্তন হবে, শিক্ষক এখন ফ্যাসিলিটেটর হবেন, গাইড হবেন। শিক্ষার্থীর আনন্দের অংশীদার হবেন।