০৫ জুন ২০২২, ১০:২১

ভিডিও কলে কথা বলার মাঝে বিকট শব্দ, এরপর ফোন বন্ধ

নিখোঁজ সোবহান   © সংগৃহীত

আব্দুস সোবহান সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আইসিটি সুপারভাইজার হিসেবে ১৩ বছর ধরে কাজ করছেন। যখন আগুন লাগে তখন সোবহান ভিডিও কলে বাড়িতে কথা বলে। কে জানে এটাই হয়তো তার শেষ ভিডিও কল। 

চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগের ভেতরে বসা নিখোঁজ আব্দুস সোবহানের (৩১) ভাই রায়হান উদ্দিন ভাইকে খুঁজতে এসে বলেন, ঘটনার পর সোবহান ভিডিও কলে বাড়িতে কথা বলে। আমি আরেকজনের লাইভেও ওকে দেখি। কথা বলার এক পর্যায়ে বিকট শব্দ শুনতে পাই। এরপর থেকে ওর সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি। ফোন বন্ধ পাচ্ছি। 

তিনি বলেন, ঘটনার পর থেকে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে সেখানে যাই। কিন্তু পেলাম না। এরপর আরও কয়েকটি হাসপাতালে খোঁজ নিলাম। কোথাও নেই। এখন মেডিকেলে এসে অপেক্ষা করছি।

আরও পড়ুন: আমি মারা যাচ্ছি বাবা, আমাকে মাফ করে দিও

নিখোঁজ আব্দুস সোবহান চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরটেক ইউনিয়নের বাসিন্দা। বাড়িতে তার ৭ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

 এ ঘটনায় এখন পর্যন্ত নিহত বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আহত ও দগ্ধ আরও ৪ শতাধিক মানুষ। এর মধ্যে তিন জন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য,  গতকাল রাতে সীতাকুণ্ডে একটি কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। হাইড্রোজেন পার অক্সাইড নামে গ্যাস ভর্তি একটি কনটেইনারে এ বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।