০৪ জুন ২০২২, ১৯:০৩

মিরপুরে সড়ক অবরোধ, বিজিবির গাড়ি ভাঙচুর

গার্মেন্টস কর্মীদের সড়ক অবরোধ   © সংগৃহীত

মিরপুরের বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। উত্তেজিত শ্রমিকদের সঙ্গে পুলিশের সঙ্গ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ এবং শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। 

শনিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এসময় শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের সামনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গাড়ি ভাঙচুর করেছেন পোশাকশ্রমিকরা। পুলিশের দুটি মোটরসাইকেলও জ্বালিয়ে দেন তারা।

শনিবার দুপুর আড়াইটায় পোশাক শ্রমিকরা মিরপুর-১০ নাম্বার গোলচত্বর, ১৩ (আয়ুর্বেদিক কলেজ) ও ১৪ নাম্বারের (কচুক্ষেত মিলি সুপার মার্কেট), পল্লবী, ইনডোর স্টেডিয়ামের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

আরও পড়ুন: ১১ জুনের মধ্যে বুয়েটে ভর্তির প্রাক-নির্বাচনীর ফল

কাফরুল থানার ইনসপেক্টর (তদন্ত) কামরুল ইসলাম বলেন, সকাল থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি কারখানার শ্রমিক বিক্ষোভ করেন। দুপুরে লাঞ্চের পর আরও কিছু পোশাক কারখানার বেতন বৃদ্ধির দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন।

শ্রমিকদের দাবি, নিত্যপণ্যের দাম অনেকে বেড়েছে তাই তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। আমাদের দাবি আমাদের বেতন বৃদ্ধি করা হোক।

সরেজমিনে দেখা যায়, মিরপুর ইনডোর স্টেডিয়ামের সামনে বিজিবির একটি বাস ভাঙচুর করা হয়েছে। ২টি মোটরসাইকেলে আগুন লাগানো হয়েছে। পরে পুলিশ এসে উত্তেজিত শ্রমিকদের থামানোর চেষ্টা করে। কিন্তু, শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে না পেরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। শ্রমিকরাও ইট-পাটকেল নিক্ষেপ করেন।