দেশের ভবিষ্যৎ উন্নয়ন মান সম্পন্ন শিক্ষার ওপর নির্ভরশীল

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী  © ফাইল ফটো

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরি বলেছেন, বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তাই দেশের ভবিষ্যৎ উন্নয়ন এখন মান সম্পন্ন শিক্ষার ওপর নির্ভর করছে। 

মঙ্গলবার (২৪ মে) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থা একাডেমিতে (নায়েম) শিক্ষা ক্যাডারদের ১৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, আমাদের দেশে বিকল্প ব্যবস্থার স্বল্পতা থাকায় অধিক সংখ্যক শিক্ষার্থী পড়ালেখা করে। এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারের একার পক্ষে করা সম্ভব নয়। আমাদের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি যেন বিভিন্ন বিষয়ে নির্দিষ্ট দক্ষতা অর্জন করতে পারে সেদিকে শিক্ষকদের নজর দিতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষকদের কেবল জ্ঞান বিতরণ করলেই হবে না, শিক্ষার্থীদের জীবন গঠনে দিকনির্দেশনা মূলক ভূমিকা পালন করতে হবে। ছাত্রছাত্রীরা যেন সফট স্কিল অর্জন করতে পারে সেদিকে সহায়তা করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এবং নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. মো. নিজামুল করিম।


সর্বশেষ সংবাদ