করোনা শনাক্ত: শতকরা ৮১ ভাগই ঢাকার
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা ভাইরাসে ৩২ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোন মৃত্যু হয়নি।
মঙ্গলবার (১৬ মে) বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে বাংলাদেশ টানা ২৭ দিন করোনায় মৃত্যুহীন দিন পার করলো। এর আগে, গত ২০ এপ্রিল একদিনে দু’জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। নতুন করে দেশে কোনো মৃত্যু না থাকায় এ সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই রয়ে গেল।
এদিকে সারাদেশে শনাক্ত বিবেচনায় ৩২ জনের মধ্যে ২৬ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এর ফলে শতকরা ৮১ দশমিক ১২৫ ভাগই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার (১৬ মে) সকাল পর্যন্ত একদিনে ৪ হাজার ২৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে ৩২ জন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এতে করে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ।
আরও পড়ুন : জাবির ভর্তি আবেদনের খুঁটিনাটি
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে দেশে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৮১ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ২৫৮ জন কোভিড রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট ১৮ লাখ ৯৯ হাজার ৮৯৭ জন রোগী সুস্থ হয়ে উঠলেন।