ক্লাসে প্রথম-দ্বিতীয় না, মানবিক হওয়া জরুরি: মেয়র আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, বাচ্চাদের সৎ ও সাহসী হতে শেখাবেন। একজন শিশুকে মানবিক হতে শেখাবেন। ক্লাসে প্রথম-দ্বিতীয় হওয়া বড় কথা নয়, মানবিক হওয়া জরুরি। মানুষ হওয়া বড়ই কঠিন।
আজ সোমবার দুপুরে নগরভবনে নিজ কার্যালয়ে ‘রত্নগর্ভা মা’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে চারজনকে রত্নগর্ভা মায়ের সম্মাননা প্রদান করে হলি উইলস স্কুল।
ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, সব মা-ই রত্নগর্ভা। কারণ মায়েরা নয় মাস সন্তানকে পেটে ধারণ করে সন্তান জন্ম দেয়। আল্লাহ এমনই ঐশ্বরিক শক্তি দিয়েছেন যে, একজন মা-ই পারে সন্তান ধারণ করতে। তারপরও কিছু মা ছেলে-মেয়েদের প্রতিষ্ঠিত করতে অনন্য ভূমিকা পালন করেন। নিজের স্বার্থের কথা ভুলে গিয়ে দিন-রাত পরিশ্রম করেন। তিনি একজন নারী, ওনারও যে একটা জীবন আছে সেই সবকিছু ভুলে গিয়ে অত্মত্যাগ করেন মায়েরা।
আবেগ আপ্লুত আইভী অশ্রুসজল চোখে বলেন, সম্প্রতি আমি আমার মাকে হারিয়েছি। রাশিয়াতে যখন বৃত্তি নিয়ে পড়তে যাবো তখন আমার বাড়িতে কেউ রাজি ছিলো না। আমার মা-ই একমাত্র বলেছিলেন, আমার মেয়ে যাবেই, সে ডাক্তার হবেই। যে মেয়ে ঢাকা শহরে একা একরাত যাপন করেনি তাকে সোভিয়েত ইউনিয়নে পাঠিয়েছিলেন আমার মা। আমি আমার মায়ের প্রতি কৃতজ্ঞ।
তিনি বলেন, মায়েদের অবদান বলে শেষ করা যাবে না। সব মা-ই আমার কাছে সমান। চেষ্টা করি মায়েদের সম্মান করার জন্য, তাদের কথা শোনার জন্য। অনেক সন্তানই মায়ের কথা ঠিকমতো শুনতে চায় না। আমি সবসময় মুরুব্বিদের কথা শোনার চেষ্টা করি। এই শহরের সকলের সাথেই আমার সুসম্পর্ক আছে। আমি নিঃস্বার্থভাবে এই শহরের মানুষকে ভালোবাসি, তাদের সেবা করতে চাই।
‘রত্নগর্ভা মা’ সম্মাননা প্রদান করা হয় সালেহা বেগম, চারবীন আক্তার, মাসুদা উদ্দিন ঝর্না ও আকিফুল বাহারকে। সম্মাননা পাওয়া নারীদের অভিনন্দন জানিয়ে সিটি মেয়র বলেন, একজন মা যেন তার ছেলে এবং মেয়েকে সমানের দৃষ্টিতে দেখে। বিদ্যমান পরিস্থিতিতে মেয়েদেরই বেশি অগ্রাধিকার দেয়া উচিত।
এই সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের চিফ রিপোর্টার সালাম জুবায়ের, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, সফর আলী ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকিরা আলী ভূঁইয়া, হলি উইলস স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা শামীম প্রমুখ।