১৪ মে ২০২২, ২০:০০

ইয়াং বাংলার সদস্য হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  © সংগৃহীত

ইয়াং বাংলার নতুন সদস্য হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আজ শনিবার (১৪ মে) সন্ধ্যায় ফেসবুকের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। 

প্রধানমন্ত্রী ও তার ছোটবোন শেখ রেহানার সঙ্গে একটি ছবি দিয়ে রাদওয়ান মুজিব সিদ্দিক লিখেন, ইয়াং বাংলার নতুন সদস্য!

এরপর সিআরআই এর আরেক ট্রাস্টি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদও ফেসবুকের এক পোস্টে লিখেন, তরুণদের নিয়ে যেকোন উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী সব সময় আমাদের উৎসাহ ও সাহস দেন। ইয়াং বাংলার সকল কার্যক্রমের বড় অনুপ্রেরণার নাম শেখ হাসিনা।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআইয়) তত্ত্বাবধানে ২০১৪ সালের নভেম্বরে যাত্রা শুরু করে ‘ইয়াং বাংলা’। এটির স্লোগান কানেক্টিং দ্য ডটস। দেশের যুব সমাজের অর্জনসমূহকে প্রচারের মাধ্যমে উজ্জীবিত করা এবং সম্ভাবনাময় সব অর্জনের সূচনা ও প্রসারের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠন বা যুব সংগঠনের মধ্যে মেলবন্ধনের সোপন হিসেবে কাজ করাই ইয়াং বাংলার অন্যতম লক্ষ্য।