আজ হতে পারে ভারী বৃষ্টি ও কালবৈশাখী ঝড়, হুঁশিয়ারি সংকেত

ঢাকাসহ সাত বিভাগে আজ হতে পারে ভারী বৃষ্টি ও ঝড়
ঢাকাসহ সাত বিভাগে আজ হতে পারে ভারী বৃষ্টি ও ঝড়  © ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ সাত বিভাগে আজ হতে পারে ভারী বৃষ্টি ও ঝড়। বেশ কয়েকটি অঞ্চলে হতে পারে কালবৈশাখী ঝড়। এ জন্য নদীবন্দরগুলোয় ২ নম্বর হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের মধ্যে গভীর সঞ্চরণশীল মেঘমালা বা বজ্র মেঘ সৃষ্টি হওয়ার কারণে সাত বিভাগে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া কালবৈশাখী বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ১৬টি অঞ্চলে। এসব এলাকার নদীবন্দরগুলোয় ২ নম্বর হুঁশিয়ারি সর্তকতা সংকেত দিখিয়ে যেতে বলা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল ও এর আশপাশের এলাকার অদূরে অবস্থানরত লঘূচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আরো পড়ুন: ডা. মুরাদের কপালের আঘাত গুরুতর নয়, জানাল চিকিৎসক

এ অবস্থায় ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা-ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।


সর্বশেষ সংবাদ