দেশে কোনো বেকারত্ব নেই: সালমান এফ রহমান

সালমান ফজলুর রহমান
সালমান ফজলুর রহমান  © ফাইল ছবি

দেশে কোনো বেকারত্ব নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বুধবার (১১ মে) রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। 

অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, সেমিনারের মূল প্রবন্ধে বেকারত্বের কথা বলা হয়েছিল। আমি বার বার একটি কথা বলে আসছি, আমি মনে করি ‘বাংলাদেশে দেয়ার ইজ নো আনএমপ্লয়মেন্ট’ (বাংলাদেশে কোনো বেকারত্ব নেই)। আপনারা জানেন, পোশাক রপ্তানি খাতে অনেক বেশি অর্ডার আসছে। এই খাতের এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে, মালিকরা শ্রমিক পাচ্ছেন না। আমার কাছে বিজিএমইয়ের নেতারা বলছেন, জর্ডানের পোশাক কারখানায় আমাদের শ্রমিকগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বলেন এটি বন্ধ করতে। কারণ আমরা পোশাক কারখানায় শ্রমিক পাচ্ছি না।

বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘আনএমপ্লয়মেন্ট কোথায় আছে? যারা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন তারা এখন বসে সরকারকে বলছে চাকরি দাও। আমার কথা হচ্ছে ভাই আপনারা ডিগ্রি নেওয়ার আগে চিন্তা করেন নাই, কী ক্যারিয়ার গড়বেন? যারা চিকিৎসক, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট ডিগ্রি নিয়েছে তাদের তো চাকরি পেতে কোনো অসুবিধা হয় না। তারা সহজে চাকরি পেয়ে যাচ্ছেন।’

আরও পড়ুন: ‘র‌্যাগিংয়ের শিকার হয়ে আত্মহত্যা করতে পারে অমিত’

বিদেশে সবাই ডিগ্রি নিতে যায় না উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, ‘অকেশনাল একটি ডিপ্লোমা নিয়ে প্রফেশনালে চলে যায়। অনেক ভোকেশনাল ট্রেনিং ও ডিপ্লোমা ট্রেনিং আছে, সেগুলো নিয়েও কাজ করা যায়। আমাদের আননেসাসারি ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে অনেকে চাকরি পাচ্ছেন না। আরেকটি সমস্যা হয়, আমি ইউনিভার্সিটি গ্রাজুয়েট। আমাকে ওই ধরনের একটি কাজ দিতে হবে। তবে এগুলো নিয়ে আমরা অনেক কাজ করছি। আমরা ফ্রিল্যান্সিংটাকে ভালোভাবে নিয়ে যেতে চাই।’


সর্বশেষ সংবাদ