বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে নেমে উপকর কমিশনারের মৃত্যু
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৪ মে ২০২২, ০৭:৫৬ PM , আপডেট: ০৪ মে ২০২২, ০৮:০৯ PM
নোয়াখালীর চাটখিলে দিঘিতে সাঁতার কাটতে নেমে ওমর ফারুক মাসুম (৩৫) নামে একজন মারা গেছেন। বুধবার (৪ মে) দুপুরে খিলপাড়া ইউনিয়নের মল্লিকা দিঘিতে এ ঘটনা ঘটে। এর আগে, ওই দিঘীতে নিখোঁজ হয়েছিলেন তিনি।
নিহত ওমর ফারুক মাসুম ৩১তম বিসিএস-এ যোগদানের পর ঢাকার উপকর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ইউনিয়নের কালিকাপুরের কাশেম আলী মিছাব বাড়ির মৃত ফজলুর রহমানের ছেলে।
জানা গেছে, ওমর ফারুক মাসুম ও তার ৬জন বন্ধু-সহকর্মীসহ মল্লিকা দিঘীতে গোসল করতে নামেন। পরে সাঁতার কেটে দিঘীর মাঝখানে যান তিনি। ছয় বন্ধু ও সহকর্মী ফিরে আসলেও দিঘীর মাঝখান থেকে সাঁতরে তীরে ফেরত আসতে পারেননি তিনি। পরে তার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত বলেন, বন্ধুরা তীরে ফিরলেও মাসুম ফিরতে পারেননি। দিঘিতে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে আছি। এছাড়াও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে তার মৃতদেহ উদ্ধার করেছে।