করোনা শনাক্ত: শতকরা ৭০ ভাগই ঢাকার 

করোনা টেস্ট
করোনা টেস্ট   © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে ১০ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ে কোন মৃত্যু হয়নি। বুধবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে বাংলাদেশ টানা ১৪ দিন করোনায় মৃত্যুহীন দিন পার করলো।

এর আগে, গত ২০ এপ্রিল একদিনে দু’জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। নতুন করে দেশে কোনো মৃত্যু না থাকায় এ সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই রয়ে গেল।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে শনাক্ত ১০ জনের মধ্যে ঢাকা বিভাগের সাতজন। বাকি তিনজন সিলেটের। এ হিসেবে করোনা শনাক্তের শতকরা ৭০ ভাগই ঢাকা বিভাগের বাসিন্দা। সব মিলিয়ে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৪৩।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৬৫৩টি নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৬০ শতাংশ। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৪৩ শতাংশ।

সরকারি হিসাবে, গত একদিনে আরও ২৫২ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত ১৮ লাখ ৯৬ হাজার ৫৩১ জন সুস্থ হয়ে উঠলেন।


সর্বশেষ সংবাদ