যার চেহারা না দেখে ঈদ করিনি, তিনি আজ মাটির নিচে

পরিবারের সঙ্গে মোশাররফ রুবেল
পরিবারের সঙ্গে মোশাররফ রুবেল  © ফাইল ফটো

ক্রিকেট মাঠে বড় বড় ব্যাটসম্যানদের সাথে বল হাতে লড়াই করেছেন। বাঘা বাঘা ব্যাটসম্যানের নিজের স্পিন যাদুতে নাকানি-চুবানি খাইয়েছেন। তবে ক্যান্সারের কাছে মাত্র ৪০ বছর  বয়সেই হেরে গেছেন মোশাররফ রুবেল।

রুবেলকে হারানোর পর তার স্ত্রী চৈতি ফারহানার এটিই প্রথম ঈদ। অতিতে সুখে একসঙ্গে ঈদ উদযাপন করা হলেও এবার নেই প্রিয় সেই মুখটি। আর কখনো ফিরেও আসবেন না। রুবেলকে গত তিন বছর ধরে আকড়ে রেখেছিলেন চৈতি। তবে শেষ পর্যন্ত বাঁচাতে পারেন নি স্বামীকে।

ঈদের রুবেলকে স্মরণ করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি। নিচে দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠাকদের জন্য চৈতি ফরাহানার স্ট্যাটাসিট হুবহু তুলে ধরা হলো- 'গত আট বছর ধরে যে মানুষটার চেহারা না দেখে ঈদ শুরু হয়নি, সেই মানুষটা আজ মাটির নিচে শুয়ে আছে। আমি তো তাকে একটা বারও দেখতে পারিনি। মহান আল্লাহ তালা, তাকে জান্নাত নসিব করুন.. তাকে শান্তি দেন ..।'

আরও পড়ুন: বেতন ছাড়াই ঈদ: নীরবে চোখের জল ফেলছেন শিক্ষকেরা

প্রসঙ্গত, ২০১৯ সালে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। প্রায় দেড় বছরের চিকিৎসায় সুস্থ হয়ে উঠছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে এমআরআইয়ে জানতে পারেন যে টিউমারটি আবার বাড়তে শুরু করেছে। তারপর থেকে চলে কেমোথেরাপি। ২৪টি কেমোথেরাপি নেন রুবেল। অক্টোবরে সবশেষ কেমো নেন তিনি। তবে শেষ পর্যন্ত হার মানতে হলো তাকে। গত ১৯ এপ্রিল জাতীয় দলের সাবেক এ ক্রিকেটারের মৃত্যু হয়।


সর্বশেষ সংবাদ