২৯ এপ্রিল ২০২২, ২২:০২

দুই নারীর ঝগড়ায় যুবকের মৃত্যু 

মৃত্যু   © ফাইল ছবি

 

পুকুরঘাট ব্যবহার করা নিয়ে দুই নারীর মধ্যে ঝগড়া হয়। এর জেরে উভয় পরিবারের পুরুষদের মারামারির ঘটনায় মো. বাবুল নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (২৯ এপ্রিল) রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

স্থানীয়দের বরাতে জানা যায়, ২৬ এপ্রিল পুকুরঘাট ব্যবহার নিয়ে দুই নারীর মধ্যে ঝগড়ার হয়। এর জেরে এক পরিবারের সাইফুল ও অন্য পরিবারের শাহীনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির রেশে বৃহস্পতিবার শাহীন আরও কিছু লোকজন নিয়ে আসে। পরে শাহীন সাইফুলকে টেনে-হিচঁড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। 

স্থানীয়রা আরও জানায়, দুই পক্ষের ধস্তাধস্তি সময় ঘটনাস্থলে আসেন বাবলু। ঘটনা শান্ত করার চেষ্টা করেন তিনি। হৈ-চৈয়ের মধ্যে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেন। এতেই গুরুতর আহত হন তিনি।পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোর তার মৃত্যু হয়। নিহত বাবলু ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে।

এদিকে এ ঘটনায় বাবলুর বাবা কামাল উদ্দিন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে আরও চার/পাঁচ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। 
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।