২৩ এপ্রিল ২০২২, ১৪:০৯
‘পৌর সচিব’ পদ এখন পৌর নির্বাহী কর্মকর্তা
সংশোধিত আইন অনুযায়ী পৌরসভার ‘সচিব’ পদের নাম পরিবর্তন করা হয়েছে। পৌর সচিবকে এখন থেকে ‘পৌর নির্বাহী কর্মকর্তা’ নামে ডাকা হবে। স্থানীয় সরকার বিভাগ এ শব্দ প্রতিস্থাপনের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২২ অনুযায়ী পৌরসভার ‘সচিব’ পদের নাম ‘পৌর নির্বাহী কর্মকর্তা’ হিসেবে প্রতিস্থাপিত হয়েছে। এ অবস্থায় পদ নামটি প্রতিস্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।