আগামী সংসদ নির্বাচনে লড়বেন তাহেরী

মুফতী মুহম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরী
মুফতী মুহম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরী  © সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেন আলোচিত ধর্মীয় বক্তা মুফতী মুহম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরী। এছাড়া, বিভিন্ন ওয়াজ মাহফিলে তার দেয়া বক্তব্যকে খন্ডিত ও বিকৃতভাবে উপস্থাপনকারী ইউটিউবারদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ভাদুঘর এলাকায় ‘আহলে সুন্নাত ওয়াল জামায়াত’ আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। তবে এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন, নাকি কোনো রাজনৈতিক দলের প্রার্থী হবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

আরও পড়ুন: যুক্তরাজ্যের কালো তালিকায় নেই ‘Comilla University’

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাব প্রতীকে নির্বাচন করে পরাজিত হন তাহেরী। তিনি পেয়েছিলেন ৩ হাজার ৫ ভোট। এ আসনে ৮৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন বিএনপির উকিল আবদুস সাত্তার ভূঁইয়া।

তাহেরী বলেন, সময় হলেই সবকিছু বোঝা যাবে। যেসব ইউটিউবাররা ওয়াজ মাহফিলে তার বক্তব্য খন্ডিত আকারে উপস্থাপন করছেন। তাদের বিরুদ্ধে শীঘ্রই আইনী ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ১০৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হয়েছেন কাজী মো. মহিউদ্দিন মোল্লা এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরীকে।

এর আগে গত ১০ মার্চ শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সম্মেলনে আংশিক কমিটি গঠন করা হয়েছিল।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন এলাকায় ওয়াজ-মাহফিল করেন মুফতি মুহম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরী। ওয়াজে নানা রকম কথাবার্তা, হাসিঠাট্টার কারণে তিনি আলোচিত ও সমালোচিত। যা ইউটিউবে পাওয়া যায়।


সর্বশেষ সংবাদ