৫ মে ছুটির বিষয়ে যা জানাল জনপ্রশাসন মন্ত্রণালয়
এবার পবিত্র ঈদুল ফিতরে টানা ছয় দিনের ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। ঈদের ছুটি মূলত তিন দিনের হলেও ঈদের আগে সাপ্তাহিক ছুটি এবং মে দিবস ঈদের ছুটি বাড়াচ্ছে।
ঈদের ছুটির আগে শুক্র-শনিবার পাচ্ছে চাকরিজীবীরা। পরদিন রবিবার ১ মে শ্রমিক দিবসের সরকারি ছুটি। সোম-মঙ্গল-বুধবার অর্থাৎ ২মে থেকে ৪ মে পর্যন্ত ছুটি পাচ্ছে সবাই। একদিন পর আবারও শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। তাই ৫ মে (বৃহস্পতিবার) ছুটি নিলে ঈদে ৯ দিন ছুটি হবে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় ৫ মে ছুটির বিষয়টি নাকচ করে দিয়েছে।
এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম জানান, ৫ মে ছুটি নিলে টানা অনেক দিনের ছুটি হচ্ছে। এ ক্ষেত্রে কর্মচারীদের অপশনাল ছুটির একটা বিষয় আছে। যারা বৃহস্পতিবার ছুটি নেবেন, তারা ধারাবাহিকভাবে ছুটিটা ভোগ করতে পারবেন। যিনি ছুটি নেবেন না, তাকে তো ওইদিন অফিস করতে হবে।
আরও পড়ুন : নিউমার্কেটে দোকান খুলছে
তিনি বলেন, কেউ যদি ওইদিন ছুটি না নিয়ে অফিসে অনুপস্থিত থাকেন তবে আগে-পেছনের সবগুলো দিন তার ছুটি থেকে কাটা যাবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আরও জানান, এবার ঈদুল ফিতরের এ ছুটি নিয়ে বিশেষ কোনো নির্দেশনা থাকছে না। নিয়ম অনুসারে যেটা হয় সেটাই হবে।
রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদুল ফিতর হবে ২ মে, রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ৩ মে।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ২ মে ঈদের দিন ধরে টিকিট দেওয়া শুরু করেছে বাস কোম্পানিগুলো।
বিশেষ করে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের জেলার বাসের টিকিট বিক্রি করা হচ্ছে। গাবতলী, সায়েদাবাস, কল্যাণপুর, আসাদগেট, আরামবাগ ও মৌচাকে বিভিন্ন আন্তঃজেলা বাসের কাউন্টার থেকে আগাম টিকিট পাওয়া যাচ্ছে।