শান্ত নিউমার্কেটে চলছে যানবাহন, খোলেনি মার্কেট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ১০:২৭ AM , আপডেট: ২০ এপ্রিল ২০২২, ১০:২৭ AM
রাজধানীর নিউমার্কেট এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ওই এলাকার সড়কে আজ বুধবার সকাল থেকেই যানবাহন চলাচল রয়েছে স্বাভাবিক। সড়কে শিক্ষার্থী ও ব্যবসায়ী-কর্মচারীদের কোনো পক্ষকেই দেখা যায়নি। তবে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
জানা গেছে, সকাল থেকে নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবে। মিরপুর রোডে কোনো যানজট দেখা যায়নি। তবে আজও নিউমার্কেটসহ আশপাশের মার্কেটগুলো খোলেনি। মার্কেট আজ খুলবে কি না, জানতে চাইলে চন্দ্রিমা মার্কেটের নিরাপত্তাকর্মীরা জানান, তারা এখনো নিশ্চিত নন।
আজ সকালে ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার হারুন অর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। বিবদমান কোনো পক্ষকে সড়কে দেখা যায়নি। নীলক্ষেত-নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে মার্কেট বন্ধ আছে।’
শুক্রবার মধ্যরাতে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ বাঁধে। শনিবার দিনভরও নিউমার্কেট এলাকায় দফায় দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় আহত হয়ে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) থাকা নাহিদ হাসান (১৮) নামে এক যুবক মারা গেছেন। তিনি এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল এলাকায় একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন।
আরো পড়ুন: ১০ ঘন্টার সংঘর্ষে ঢাকা কলেজের তিন শতাধিক শিক্ষার্থী আহত
ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালের আইসিইউতে মোরসালিন (২৬) নামে আরও একজন দোকানকর্মী মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছেন। তিনিও কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুর এলাকার বাসিন্দা।
আহত মোরসালিনের ভাই নূর মোহাম্মদ জানান, নিউমার্কেটে অবস্থিত নিউ সুপার মার্কেটে একটি দোকানে মোরসালিন কাজ করতেন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় ছাত্রসহ আহত আরও দুজনকে হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা হলেন—ইয়াসিন (২০) এবং ঢাকা কলেজের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র কানন চৌধুরী (২৩)।