স্কুল-কলেজের শিক্ষার্থীদের পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করতেন তারা
স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকটে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করার অভিযোগে পাঁচ অসাধু কম্পিউটার ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।সোমবার (১৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে র্যাব। এর আগে, রোববার নাচোল উপজেলার রাজবাড়ীহাট বাজারে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রাজবাড়ীহাট মোহাম্মদপুর গ্রামের আবুল কাশেমের ছেলে তুষার আলী (২৮), নিজাম উদ্দিনের ছেলে রতন (২২), মৃত খবির উদ্দিনের ছেলে মো. রুবেল (৩৫), মজিবুর রহমানের ছেলে রুবেল মিয়া (২৪), মো. শাহাবুদ্দিনের ছেলে ফিরোজ মাহমুদ (৩০)।
আরও পড়ুন : ২০৫০ সালে কোভিডের চেয়েও সংকটে পড়বে দেশ
র্যাব জানিয়েছে, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে দীর্ঘ দিন ধরে সরবরাহ করার কথা স্বীকার করেছে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি কম্পিউটার মনিটর, পাঁচটি সিপিইউ, সমান সংখ্যক হার্ডডিক্স, ১৫টি কম্পিউটার ক্যাবল ও অসংখ্য পর্নোগ্রাফি ভিডিও ক্লিপ জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, আটকদের বিরুদ্ধে চাঁপাইনববাগঞ্জের নাচোল থানায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।