পাঠ্যবইয়ে একজন ব্যক্তি ছাড়া কারো নাম নেই: মির্জা ফখরুল
পাঠ্যবইয়ে একজন ব্যক্তি ছাড়া কারো নাম নেই। প্রতিটি ক্ষেত্রেই ভয়াবহ লুণ্ঠন চালাচ্ছে সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার (১০ এপ্রিল) সকালে প্রেসক্লাবে মাওলানা ভাসানী রচিত ‘মাও সে তুং এর দেশে’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ সময় মির্জা ফখরুল বলেন, জোর করে ক্ষমতায় আছে সরকার। তাদের হাত থেকে দেশের মানুষ মুক্তি চায়। জাতীয় মুক্তির লক্ষ্যে অভ্যুত্থান ঘটানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদেরই বের করতে হবে মুক্তির পথ।
দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। বিএনপির দাবি, সরকারের সদিচ্ছার অভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসছে না।
তবে সরকারের কয়েকজন মন্ত্রী বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্ব বাজারে খাদ্যপণ্যের দাম বেড়েছে। যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। এছাড়া তারা আরও বলেন, কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছেন। যার জন্য খাবার দাম বেড়েছে। অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে অভিযান চলছে।