৩ দফা দাবি নিয়ে গণভবন অভিমুখে সোহেল তাজের কর্মসূচি ঘোষণা
তিন দফা দাবি নিয়ে গণভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। আগামী ১০ এপ্রিল রোববার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেবেন তিনি।
ফেসবুকে কর্মসূচি উল্লেখ করে সোহেল তাজ লেখেন, ‘আগামী রবিবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের সামনে (দক্ষিণ দিকে মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্নে) আমি অবস্থান নিব। জাতীয় সংসদ ভবনের সামনে থেকে (মানিক মিয়া অ্যাভিনিউ) বিকেল ৪টায় গণভবনের উদ্দেশ্যে হেঁটে যাত্রা শুরু করব’
সংসদ ভবনের সামনে (মানিক মিয়া অ্যাভিনিউ) থেকে বিকাল ৪টায় হেঁটে গণভবনের উদ্দেশে যাত্রা শুরু করবেন বলে জানান তিনি।
আরও পড়ুন: ব্যাচেলর পয়েন্টের শিমুল এখন ডিআইইউর সিএসই’র গ্র্যাজুয়েট
সোহেল তাজের দাবি তিনটি হলো:
১. ১০ এপ্রিল প্রথম বাংলাদেশ সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশ সরকার গঠনের দিনটিকে 'প্রজাতন্ত্র দিবস' ঘোষণা করতে হবে।
২. ৩ নভেম্বর জেলহত্যা দিবসকে জাতীয় শোক দিবস ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে।
৩. জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভূক্ত করতে হবে।
সোহেল তাজ জানান, এটি তার নিজস্ব উদ্যোগ। তিনি লেখেন, ‘আপনারা কেউ যোগ দিতে চাইলে আসতে পারেন আর না আসলে আমি একাই যাব—জয় বাংলা।’