আবারো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার রিট ফিরিয়ে দিলেন হাইকোর্ট
মাহে রমজান মাসে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য নির্দেশনা চেয়ে করা রিট আবারো ফিরিয়ে দিয়েছেন হাইকোর্ট। সরকারের এ সিদ্ধান্তের বিষয়ে হস্তক্ষেপ করবেন না বলে জানিয়ে দিয়েছেন আদালত।
রবিবার (৩ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে রিটটি উপস্থাপন করা হয়। কিন্তু রিটটি ফিরিয়ে দিয়ে এ কথা বলেন আদালত।
গত ৩০ মার্চ হাইকোর্টের অপর একটি বেঞ্চ রিটটি শুনানি করতে গেলে গ্রহণ করেননি আদালত। ওই দিনও আদালত বলেন, রমজানে বিদ্যালয় খোলা রাখা বা না রাখার সিদ্ধান্ত সরকারের।
আরো পড়ুন: পয়লা বৈশাখে বিকেল ৫টার পর ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা
এর আগে গত ২৭ মার্চ রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিটটি করা হয়। হাইকোর্টে রিটটি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। এতে প্রাথমিক বিদ্যালয় ২০ রমজান পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। রিটে বিবাদী করা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে।