নিহত টিপু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদেরও সদস্য

আওয়ামী লীগ নেতা টিপু
আওয়ামী লীগ নেতা টিপু  © সংগৃহীত

দুর্বৃত্তের গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদেরও সদস্য ছিলেন। বৃহস্পতিবার রাত ১০টায় শাহজাহানপুরে গাড়িতে থাকাবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এসময় দুর্বৃত্তের ছোড়া গুলিতে রিকশায় থাকা কলেজ ছাত্রী প্রীতিও গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেলে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। টিপুর বাড়ি ফেনী জেলার ফতেহপুরে।

জাহিদুল ইসলাম টিপু মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ফুটপাতে ব্যবসা ও চাঁদাবাজি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলে আসছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজাহানপুর ট্রেনের সিগন্যালে আটকা পড়েছিলো টিপুর গাড়ি। হঠাৎ গাড়ির বাম পাশ থেকে এলোপাতাড়ি গুলি করতে থাকে একদল হেলমেটধারী। গুলিতে মারাত্মক জখম হন টিপু। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আওয়ামী লীগ নেতা মিল্কি হত্যা মামলার আসামি ছিলেন টিপু। ওই মামলায় বেশ কিছুদিন কারাভোগও করেছেন তিনি। তার স্ত্রী মতিঝিলের সংরক্ষিত আসনের কাউন্সিলর।

আরও পড়ুন- রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে কলেজছাত্রীসহ নিহত ২

মতিঝিল থানার আওতাধীন সবুজভাগ জোনের সহকারী কমিশনার (এসি) মনতোষ বিশ্বাস বলেন, ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলির খোসা, ভাঙ্গা কাঁচসহ আরও বেশ কিছু আলামত সংগ্রহ করেছে তারা। অপরাধীদের ধরতে অভিযান চলছে। শীঘ্রই তাদের ধরা সম্ভব হবে বলে আশা করি।

এদিকে টিপুর মারা যাওয়ার ঘটনায় রাতেই বিক্ষোভ করে ক্ষোভ প্রকাশ করেছেন তার অনুসারীরা। তারা অপরাধীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান।


সর্বশেষ সংবাদ