কলকাতা বন্দরে ডুবল বাংলাদেশি পণ্যবাহী জাহাজ
বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি মেরিন ট্রাস্ট-১ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। জানা যায়, চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে যাত্রা করার জন্য পণ্য লোডিংয়ের সময় জাহাজটি ডুবে যায়।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ৯টায় ওই বন্দরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বাংলাদেশি এজেন্ট ম্যাঙ্গোলাইন শিপিং লিমিটেডের ম্যানেজার হাবীবুর রহমান। খবর সংবাদমাধ্যম পিটিআইয়ের।
আরও পড়ুন: শ্রীলঙ্কার মহাসঙ্কটে ভারত ও চীনের অর্থ সহায়তা
তিনি জানান, আগামী শুক্রবার কলকাতা থেকে জাহাজটির বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে যাওয়ার কথা ছিল। কিন্তু বেলা পৌনে ১১টার দিকে মাত্র ১৫ মিনিটের মধ্যে জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে ২০ ফিটের ১২০টি ও ৪০ ফিটের ৪৫টি কন্টেইনার ছিল; যার মোট ওজন ৩ হাজার ৮৯ মেট্রিক টন। ২০ ফিটের কন্টেইনারগুলোর মধ্যে ১৮টি পুরোপুরি ডুবে যায়। আর ৪০ ফিটের কন্টেইনারগুলোর ১০টি ভাসতে থাকে। দড়ি দিয়ে বেঁধে সেগুলো উদ্ধার করা হয়।
এদিকে, এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওভারলোডিংয়ের কারণে জাহাজটি ডুবে গেছে।