সাকিবের মা, শাশুড়ি ও তিন সন্তান হাসপাতালে
টাইগার অল রাউন্ডার সাকিব আল হাসানের মা শিরিন আক্তার হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া নিউমোনিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে তার দুই মেয়ে ও ছেলেকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে ক্যান্সার আক্রান্ত সাকিবের শাশুড়ি সম্মিলিত সামরিক হাতপাতালে (সিএমএইচ) ভর্তি রয়েছে।
এ অবস্থায় দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলায় ব্যস্ত সাকিব দেশে ফেরার কথা ভাবছেন। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকায় থাকা বিসিবির নির্বাচক হাবিবুল বাশার। তিনি জানিয়েছেন, সাকিবের পাশে আছে বিসিবি। তিনি প্রয়োজন মনে করলে দেশে ফিরবেন। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
হাবিবুল বাশার বলেন, ‘সাকিব এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। সে নিয়মিত তার পরিবারের সদস্যদের খবর রাখছে। পুরোটাই নির্ভর করছে পরিস্থতির ওপর। সাকিব যদি প্রয়োজন মনে করে, দেশে চলে যাবে। হয়তো সোমবার এ ব্যাপারে বলা সম্ভব হবে।’
আরো পড়ুন: সহজ জয়ে সিরিজে সমতা দক্ষিণ আফ্রিকার
জানা গেছে, আগে থেকেই হৃদরোগে আক্রান্ত সাকিবের মা। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার কিছুটা উন্নতি হলেও স্বাভাবিক অবস্থায় ফেরেনি শারীরিক অবস্থা।
এ ছাড়া সাকিবের ছেলে আইজাহ আল হাসান ও দ্বিতীয় কন্যা ইরাম হাসান নিউমোনিয়াতে আক্রান্ত। আর বড় মেয়ে আলাইনা হাসান অউব্রি ঠান্ডা জ্বরে আক্রান্ত। তিনজনই দাদির সঙ্গে এভারকেয়ার হাসপাতালে রয়েছে। তাদের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানা গেছে। তবে ক্যান্সারে আক্রান্ত শাশুড়ির শারীরিক অবস্থা ভালো নয়।