২০ মার্চ ২০২২, ১৫:০৯

কক্সবাজার সৈকতে লাখ লাখ মৃত মাছ

সৈকতে মৃত মাছ  © সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে বিপুল পরিমাণ মৃত মাছ ভেসে এসেছে। সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে দরিয়া নগর পয়েন্ট পর্যন্ত যতদূর চোখ যায় শুধু মাছ আর মাছ। সবগুলোই মৃত।

শনিবার বিকেল থেকে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে দরিয়া নগর পয়েন্ট পর্যন্ত লাখ লাখ মৃত মাছ ভেসে আসতে দেখেন পর্যটক এবং স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, কলাতলী সৈকতের আধা কিলোমিটার এলাকাজুড়ে ভেসে আসা ছোট আকৃতির এসব মাছ স্থানীয়দের কাছে ‘চামিলা’ হিসেবে পরিচিত। তবে এই মাছের বাংলায় শুদ্ধ নাম ও বৈজ্ঞানিক নাম সম্পর্কে কেউ নিশ্চিত করতে পারেননি।

স্থানীয় বাসিন্দা নুরুল আলম জানান, সমুদ্রসৈকতে অনেকগুলো মৃত মাছ ভেসে আসতে দেখেছেন। তিনি বলেন, কেন এমন হলো তা বুঝতে পারছি না। জীবনে প্রথম মাছের এমন মৃত্যুর মিছিল দেখলাম।

আরও পড়ুন- ছয় বছরেও বিচার হলো না তনু হত্যার, আক্ষেপ বাবা-মার

কক্সবাজার সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বিচকর্মী মাহাবুবুর রহমান জানান, ঢেউয়ের সঙ্গে হঠাৎ বিপুল পরিমাণ ছোট মরা মাছ ভেসে আসে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পরে জোয়ার শুরু হলে মৃত মাছগুলোর বেশীর ভাগই সাগরে চলে যায়। তবে স্থানীয়দের ধারণা, ভাটার সময় আবারো মাছগুলো ভেসে আসতে পারে।

এর আগে সমুদ্রসৈকতে থেকে ভেসে এসেছিল কয়েকটি মৃত তিমি এবং কয়েক হাজার টন বর্জ্য।