১৯ মার্চ ২০২২, ১৫:১৬

নয় বছরের প্রেমের পর কলেজ ছাত্রীর বিয়ে, একবছরের মাথায় ‘আত্মহত্যা’

শিক্ষার্থীদের মানববন্ধন  © সংগৃহীত

দীর্ঘ নয় বছরের প্রেমের সম্পর্ক। তারপর দুই পরিবারের সম্মতিতে বিয়ে। কিন্তু সংসার জীবনের এক বছরের মাথায় ‘আত্মহত্য‘ করেন চরফ্যাশন সরকারি কলেজের ছাত্রী শাশ্বতী রায় চৈতী। সহপাঠীদের দাবি, চৈতীকে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

আজ শনিবার (১৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে চৈতীর মৃত্যুর ঘটনায় মানববন্ধন করে চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষার্থীরা।

মানববন্ধনে সহপাঠীরা অভিযোগ করে বলেন, মাধ্যমিকে পড়াকালীন একই এলাকার মানস মজুমদার শাওনের সঙ্গে চৈতীর প্রেমের সম্পর্ক হয়। দীর্ঘ ৯ বছর পর দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পরেই চৈতীর জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। শ্বশুরবাড়ির লোকজন নানাভাবে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়। বিয়ের প্রায় এক বছরের মাথায় গত ৪ মার্চ ভোররাতে ফ্যানে ঝুলন্ত অবস্থায় চৈতীর মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন- এবার পাসুরি গানে নাচলেন রাবি শিক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

তারা বলেন, আমরা চরফ্যাশন সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী। আমাদের একটাই দাবি, আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও চৈতীর মৃত্যুর জন্য দায়ীদের সঠিক বিচারের আওতায় আনতে হবে।