১৬ মার্চ ২০২২, ২৩:৪৮

বাংলাদেশ-ভারত বন্ধুত্ব সাগরের চেয়েও গভীর

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পররাষ্ট্রসচিব  © সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব সাগরের চেয়েও গভীর এবং হিমালয় পর্বতের চেয়েও বিশাল।

বুধবার (১৬ মার্চ) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে মৈত্রি দিবস উপলক্ষে লোগো ও ব্যাকড্রপ নকশা প্রতিযোগিতায় বিজয়ী আট বাংলাদেশি প্রতিযোগীর হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় ভারতীয় হাইকমিশনের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পররাষ্ট্রসচিব মৈত্রি দিবস উদযাপনকে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি উৎসাহী তরুণ প্রজন্মকে তাদের সৃজনশীলতার জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, মৈত্রি দিবস উদযাপন ভারত ও বাংলাদেশের সুসম্পর্কের পরিচায়ক।