১৩ মার্চ ২০২২, ২৩:১১

সন্তানদের স্কুলের ফি দিতে না পারায় বাবার আত্মহত্যা

প্রতীকী ছবি  © ফাইল ফটো

ছেলে-মেয়ের স্কুলের টিউশন ফি পরিশোধ করতে না পারায় গলায় ফাঁস দিয়ে এক বাবা আত্মহত্যা করেছেন। রবিবার (১৩ মার্চ) মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজধানীর ধানমন্ডিতে।

নিহত ব্যক্তির নাম মহসিন রেজা। ধানমন্ডির ফ্যাশন এন্ড লেডিস টেইলার্সের মালিক তিনি। টেইলার্স থেকেই তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মহসিন রেজা মিরপুরের পীরেরবাগ এলাকার ৭৮/১ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর থানার চিতাপুকুরিয়া গ্রামে। তার বাবার নাম মৃত আলাউদ্দিন।

নিহতের ভাই মোহাম্মদ আলী জানান, করোনার কারণে দীর্ঘদিন মহসিনের টেইলার্স বন্ধ ছিল। এসময় তিনি অনেক টাকা ধার নেন। করোনার পর টেইলার্স পুনরায় খুললেও ধারের টাকা শোধ করতে পারেননি। এছাড়া সন্তানদের স্কুলের বেতনও দিতে পারেননি। এজন্য গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে মহসিন।

জানতে চাইলে ধানমন্ডি থানার এসআই মো. মুনসুর আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।