বাসায় ৫১২ লিটার তেল, সাবেক কৃষি কর্মকর্তা আটক
বাজারে ভোজ্যতেলের সংকটকে কাজে লাগিয়ে লাভের আশায় অবৈধভাবে সয়াবিন তেল মজুত করার অভিযোগে লায়েকুজ্জামান নামের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার(১১ মার্চ) রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ার নজরুল রোড এলাকায় লায়েকুজ্জামানের বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় তাঁর বাসা থেকে ৫১২ লিটার সয়াবিন তেল উদ্ধার করে। পুলিশ বলছে, আসন্ন রমজানে চড়া দামে এসব সয়াবিন তেল বিক্রি করার পরিকল্পনা ছিল লায়েকুজ্জামানের।
শনিবার দুপুরে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার তার নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আরও পড়ুন: যৌন উত্তেজনা বাড়ানোর দায়ে জাপানের স্কুলে ঝুঁটি বাঁধা নিষিদ্ধ
বিপ্লব কুমার সরকার বলেন, লায়েকুজ্জামান সর্বশেষ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা হিসেবে ফরিদপুরে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়। তিনি বর্তমানে পরিবার নিয়ে মোহাম্মদপুরের নজরুল রোড এলাকার একটি বাসায় থাকেন। সেখান থেকেই এসব তেল উদ্ধার করা হয়।
তিনি জানান, অধিক লাভের আশায় গত ৬ দিন ধরে বিভিন্ন জায়গা থেকে ব্যক্তিগতভাবে তেল সংগ্রহ করে লালমাটিয়ার একটি বাসায় মজুত করেন লায়েকুজ্জামান। তার কাছে তেল কেনার রসিদ দেখতে চাইলে তিনি কেবল ৪০ লিটার তেলের রসিদ দেখাতে পেরেছেন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিপ্লব কুমার সরকার বলেন, ‘লায়েকুজ্জামান কোনো ব্যবসায়ী নন, ডিলারও নন। প্রাথমিকভাবে এটি তাঁর ব্যক্তিগত অসৎ উদ্দেশ্য বলেই মনে হয়েছে। অতিরিক্ত লাভের আশায় কৃত্রিম সংকট সৃষ্টি করতে তিনি তেল মজুদ করেছেন। ৫১২ লিটার তেল মজুদ করা ফৌজদারি অপরাধ, এটি সংকট সৃষ্টির অপপ্রয়াস। প্রাথমিকভাবে তাঁর কোনো রাজনৈতিক পরিচয় এখনও পাওয়া যায়নি।’