২৪ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৩৯

প্রতিরক্ষা বাঁধে ধস, নদীতে বিলীন হওয়ার আশঙ্কায় বিদ্যালয়

প্রতিরক্ষা বাঁধে ধস, নদীতে বিলীন হওয়ার আশঙ্কায় বিদ্যালয়  © টিডিসি ফটো

নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর উচ্চ বিদ্যালয়টি নদী ভাঙন থেকে রক্ষার লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড নির্মাণ করে প্রতিরক্ষা বাঁধ। কিন্তু বাঁধ নির্মাণের কয়েক দিন যেতে না যেতেই প্রতিরক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। ফলে নদীতে বিলীন হওয়ার আশষ্কায় রয়েছে বিদ্যালয়টি।

জানা গেছে, গত ২০২০-২১ অর্থবছরে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড ফতেপুর এসএসি উচ্চ বিদ্যালয়টি ধলাই নদীর ভাঙনের কবল থেকে রক্ষার লক্ষে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে ১০০ মিটার বালিভর্তি বস্তা দিয়ে বাঁধটি নির্মাণ করেন।

সংশ্লিষ্ট ঠিকাদার বাধঁটি নির্মাণ করার সময় নিচের অংশে বালিভর্তি বস্তা আটকানোর ব্যবস্থা গ্রহণ না করে অপরিকল্পিতভাবে বস্তা ফেলায় দিন দিন বস্তাগুলো নদীর তলদেশে চলে যাচ্ছে। এতে বাঁধটি হুমকির মুখে রয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে বাঁধের সব বস্তা নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: বাদ পড়া প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন

ফতেপুর গ্রামের ফরিদ চৌধুরী বলেন, কাজের শুরুতেই ঠিকাদার নানা তালবাহানা করে সময় অতিবাহিত করেন। বিদ্যালয়ের ঝুকিঁপূর্ণ সামনের অংশে কাজ না করে পেছনের অংশে নিচের বস্তা আটকানোর ব্যবস্থা না করে রাতে তড়িঘড়ি করে এলোমেলোভাবে বস্তা ফেলে চলে যান ঠিকাদার। ফলে বস্তাগুলো নদীর তলদেশে চলে যাচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম চৌধুরী বলেন, আমি সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলীকে বাঁধ ধসে যাওয়ার বিষয়টি বার বার বলেছি। কিন্তু কোন কিছুই তারা শোনেন না। যেভাবে বাঁধটির বস্তা এলোমেলোভাবে রয়েছে এক সময় নদীর গর্ভে তা বিলীন হয়ে যাবে।

তবে ভিন্ন কথা বলছে প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের কর্মকর্তা রাজন জানান, বাধঁটি ধসে যাওয়ার কোন সম্ভাবনা নেই। আমি ঠিকমত কাজ করেছি। বর্ষার সময় ডাম্পিং করায় বস্তাগুলো এলোমেলো হয়ে গেছে। তবে এক বছরের মধ্যে বাঁধের কোন সমস্যা দেখা দিলে তা আমি নিজ খরচে সংস্কার করব।

সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা মিজানূর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, কাজের কোন ধরনের সমস্যা নেই। বর্ষার সময় বস্তা ডাম্পিং করায় এলোমেলো আছে। ঠিকাদারকে বিষয়টি দ্রুত সমাধান করার জন্য বলেছি।