২০ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৩

প্রভাবশালীদের চাপে শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়নি: দুদক

দুদক সচিব মো. মাহবুব হোসেন ও উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন  © সংগৃহীত

প্রভাবশালীদের চাপে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়নি বলে জানিয়েছেন সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন।

আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে দুদক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, চাকরিবিধি না মানার কারণে শরীফ উদ্দিনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

দুদক সচিব বলেন, কক্সবাজার ও চট্টগ্রামের কিছু মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্নীতি উদ্‌ঘাটনের কারণে তাদের প্রভাবে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে, এটা মোটেও সত্য নয়।

দুর্নীতি দমন কমিশন কোনো প্রভাব আমলে নেয় না এবং প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না বলেও দাবি করেন তিনি।

গত বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুদক পটুয়াখালী কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়।

গত বছরের ১৬ জুন পটুয়াখালীতে বদলির আগে শরীফ দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন। সে সময় সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের ঘটনা তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন তিনি। এজন্য প্রাণনাশের হুমকি পেয়েছিলেন জানিয়ে থানায় জিডিও করেছিলেন দুদকের এই কর্মকর্তা।

শরীফ উদ্দিনকে অপসারণের কারণ উল্লেখ করে দুদক সচিব বলেন, আপনি কমিশনের নিয়ম মানবেন না। অনুমোদন ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করবেন। আমার কোনো কিছুই আপনি মানবেন না, কমিশন কেন আপনাকে রাখবে? তিনি যদি চাকরিবিধি না মানেন, অফিস ব্যবস্থাপনা না মানেন, তাহলে তো হার্ডলাইনে যেতেই হবে।

তিনি আরও বলেন, দুদক একটি সংবিধিবদ্ধ আইনি প্রতিষ্ঠান। আমাদের তদন্ত অনুসন্ধান যারা করে থাকেন, তারা একটা রুলস অনুসরণ করেন। আমাদের বিধানের প্রসিডিংস রয়েছে, আদালতের নির্দেশনা রয়েছে। তিনি একসঙ্গে ২৫টি (ব্যাংক অ্যাকাউন্ট) লিখিতভাবে বন্ধ করে দিলেন, মৌখিকভাবে বন্ধ করে দিলেন ৮টি। আপনি যদি সার্ভিস করেন, তাহলে সার্ভিস রুল মানতে হবে। নিজের মনগড়া কাজ করতে পারবেন না।