চিরকুট লিখে কলেজছাত্রীর আত্মহত্যা
বরগুনার তালতলী শিকারপাড়া গ্রামে প্রেমিকের পরিবার মেনে নিবে না- এই সন্দেহে চিরকুট লিখে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। রুমা (১৮) নামের ওই ছাত্রী শিকারীপাড়া গ্রামের আলাউদ্দিন মোল্লার মেয়ে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার শিকারীপাড়ায় নিজ বাড়ি থেকে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করে তালতলি থানার পুলিশ। রুমা তালতলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় আপত্তি নেই: স্বাস্থ্যমন্ত্রী
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই কলেজ শিক্ষক আবদুল রহমানের নিকট প্রাইভেট পড়ে সকাল ১০টায় বাড়িতে আসে। একত্রে বাবা আলাউদ্দিন মোল্লার সাথে সকালের খাওয়া শেষ করে। বাবা ও মা পারিবারিক কাজে মাঠে ধান শুকাতে যায়। এর কিছুক্ষণ পরে বাবা ও মা বাড়ি এসে ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখে মেয়েকে ডাকাডাকি করেন।
কিন্তু মেয়ের সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢোকেন। পরে উপরে (মাচা) গিয়ে দেখতে পান মেয়ে কীটনাশকের বোতল নিচে পরে আছে আর মেয়ে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন।
আরও পড়ুন: করোনার তীব্রতা এ বছরই কমবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
রুমার বাবা আলাউদ্দিন মোল্লা জানান, আমার মেয়ে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার ভেতরে যেকোনো সময় প্রথমে বিষ পান করে। পরে গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সাথে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানি না। আমি ওর কোনো চাওয়া অপূর্ণ রাখিনি আমার খুব আদরের মেয়ে ছিল।
এ বিষয়ে তালতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপু জানান, পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। পাশাপাশি খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বরগুনা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।