১২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৬

ইসি গঠনে সাড়ে তিনশ’ নাম জমা, সাবেক আমলাদের প্রাধান্য

নির্বাচন কমিশন  © টিডিসি ফটো

নতুন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য অনুসন্ধান কমিটির কাছে নাম প্রস্তাব করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন। অনুসন্ধান কমিটি সূত্রে জানা গেছে, সব মিলিয়ে প্রায় সাড়ে তিন শ নাম জমা পড়েছে। তবে নামের তালিকায় অভিজ্ঞতাসম্পন্ন সাবেক আমলাই প্রাধান্য পেয়েছেন।

জানা যায়, আওয়ামী লীগসহ মোট ২৪টি নিবন্ধিত রাজনৈতিক দল এ ছাড়া ৬টি পেশাজীবী সংগঠন এবং ব্যক্তিপর্যায় থেকে নামের বিষয়ে প্রায় ২০০ প্রস্তাব এসেছে। বর্তমানে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দল আছে ৩৯টি। বিএনপিসহ ১৫টি রাজনৈতিক দল ইসি গঠনে কোনো নাম জমা দেয়নি।

এর আগে চিঠি দিয়ে ইসি গঠনে যোগ্য প্রার্থী বাছাইয়ে নাম প্রস্তাব করার অনুরোধ করেছিল অনুসন্ধান কমিটি। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে অনধিক ১০ জনের নাম (প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনার হওয়ার মতো যোগ্য ব্যক্তি) পাঠাতে অনুরোধ করা হয়েছিল।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে এই মাসেই

অনুসন্ধান কমিটির সূত্রমতে, রাজনৈতিক দলগুলোকে সর্বোচ্চ ১০টি করে নাম দিতে বলা হলেও কোনো কোনো সংগঠন কম নাম দিয়েছে। কেউ কেউ পাঁচটি নামও দিয়েছে। আবার ব্যক্তিপর্যায়ে প্রায় ২০০ জন যে প্রস্তাব দিয়েছেন, সেখানে অনেকেই শুধু নিজের নাম দিয়েছেন। আবার কেউ কেউ ইসি গঠনে একাধিক নামও প্রস্তাব করেছেন। তবে অনেকেই জীবনবৃত্তান্ত ছাড়াই শুধু নাম দিয়েছেন। ফলে সেই প্রস্তাব গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা কম। সব মিলিয়ে ইসি গঠনে প্রায় সাড়ে তিন শ নাম জমা পড়েছে। যদিও একই নাম একাধিক প্রস্তাবে রয়েছে।

নামের তালিকায় আমলাদের প্রাধান্যের বিষয়টি জাসদের দেওয়া তালিকা থেকেও অনুমান করা যায়। দলটি যে ১০ জনের নাম দিয়েছে, সেখানে সচিব ও অতিরিক্ত সচিব রয়েছেন কয়েকজন। বিকল্পধারা বাংলাদেশের প্রস্তাবে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার নাম রয়েছে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে গতকাল নাম জমা দিয়ে আসেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ ও উপদপ্তর সম্পাদক সায়েম খান।

এদিকে নির্বাচন কমিশন (ইসি) গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ে আজ শনিবার দুই দফায় এবং আগামীকাল রোববার বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করবে অনুসন্ধান কমিটি। ইতিমধ্যে ৬০ জনের বেশি বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আজ ও আগামীকাল বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকের পর অনুসন্ধান কমিটি ইসি গঠনে তাদের সুপারিশের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।